ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাম্বা | মো. মোসা‌দ্দেক হো‌সেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
হাম্বা | মো. মোসা‌দ্দেক হো‌সেন

হাম্বা হাম্বা শহর গ্রা‌মে
ভরা পশুর হাট
কা‌লো-সাদা কোনটা নেবো
পড়‌ছি যে বিভ্রাট।

হাটগু‌লো সব ভ‌রে গে‌ছে
গরু, ছাগল, ম‌হিষ
ভিড় জ‌মে‌ছে হাট পে‌রি‌য়ে
মানুষজনে সব মিশ।

প‌থে ঘা‌টে ছুট‌ছে মানুষ
স‌ঙ্গে নি‌য়ে হাম্বা
হাটগু‌লো‌তে কোথাও আবার
মরুভূ‌মির দুম্বা।

বছর ঘু‌রে নাড়ির টা‌নে
ঘরমু‌খি আজ স‌বে
হাম্বা হাম্বা গরুর ডা‌কে
ত্যা‌গে আ‌জি স‌বে।

হাম্বা হাম্বা গরু দুম্বা
ম‌হিষ, ছাগল, মেস
ঈদ এ‌সে‌ছে শহর গ্রা‌মে
ত্যাগ-খু‌শি‌তে বেশ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।