ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের প্রাঞ্জল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
আমাদের প্রাঞ্জল

আমাদের প্রাঞ্জল
পান করে কম জল
কোন কিছু বেশি খেতে চায় না,
কিন্তু সে চঞ্চল
হৈ চৈ কোলাহল
এটা সেটা নিয়ে তার বায়না।

যত তার খেলনা
বেশি তার ফেলনা।



গাড়ি আছে গোটা ছয়
কিছুতেই নেই ভয়
বাঘ, সাপ, সিংহ কি হায়েনা,
যত কর স্নেহ তাকে
খুঁজে ফেরে তবু মাকে
তাকে আর ছেড়ে যেতে চায় না।

বাবা, দাদা, নানু ডেকে
তুলে রাখে বাসাটাকে
চুপটি সে কখনওই রয় না,
বিছানায় ওঠা-নামা
মাঝে মাঝে দেয় হামা
ডাকলে সে কোনও কথা কয় না।

ছুটাছুটি সারাক্ষণ
দৌড়ায় হনহন
মা বলে- এত জ্বালা সয় না।

কাক তার প্রিয় পাখি
করে তাকে ডাকাডাকি
আয় কাক, আয়-আয়,
জানালার খুব কাছে
দোলাদের বাসা আছে
গ্রিল বেয়ে সে বাসায় যেতে চায়।

যদি তার খিদে পায়
বারবার ডেকে যায়
বাবা- দুদু আনো,
মন যদি থাকে ভালো
হাসিতে ছড়ায় আলো
তোমরা কী সে কথাটি জানো?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।