ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শীতের দু’টি ছড়া | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শীতের দু’টি ছড়া | নাজিয়া ফেরদৌস শীতের ছড়া

শীতের সকালে ঘরে
মনটা কি বসে?
টুপ টুপ ভরে হাঁড়ি
খেজুরের রসে!

মায়ের যত্নে ভরা
ভাঁপার সুবাসে,
সাথে খেজুরের গুড়ে
মুখখানা হাসে।
ষড়ঋতু চলে যায়
ষড়ঋতু আসে,
শীত তো অতুলনীয়
খেজুরের রসে।


শীতের পিসি

পোষ পেরিয়ে শীতের পিসি
ফিন্নি খেতে এলো।
মাঘের মাসে, বনের ঘাসে
হুল্লো পড়ে গেল।

শীতের পিসি বেজায় রাগী
কেমনে আনি বশে?
বুদ্ধি এলো বশ মানাবো
মিষ্টি খেজুর রসে!

আরো দেবো শীতের পিঠে
তাইনা খেয়ে পিসি,
মাঘের মাসে মুচকি হেসে
হবে বেজায় খুশি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।