ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের সক্রেটিস

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আমাদের সক্রেটিস সক্রেটিস/ছবি: সংগৃহীত

বিশ্বে যতো বড় বড় দার্শনিকের জন্ম হয়েছে তাদের মধ্যে অন্যতম সক্রেটিস। ইউরোপের দেশ গ্রিসে তার জন্ম। সেটা খ্রিস্টপূর্ব ৪৭০ সালে। বাবা সোফনিকাস ছিলেন নামি ভাস্কর। মা ছিলেন ধাত্রী। শিষ্য প্লেটোর লেখনিতেই সক্রেটিস সম্পর্কে জানা যায়।

সক্রেটিসের শৈশব সম্পর্কে কিছু জানা যায় না। তার নাক নাকি ছিলো থ্যাবড়া।

দেখতেও ছিলেন অনেকটা কুৎসিত। তবে ছিলেন অসম্ভব মেধাবী। তর্কে ছিলেন তুখোড়। তর্ক করে কেউ তাকে হারাতে পারতো না। তার প্রিয় বাক্য ছিলো ‘নিজেকে জানো’।

জ্ঞান, শিক্ষা দিয়ে তিনি এথেন্সের মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। তার প্রিয় শিষ্য প্লেটো প্রচার করতে থাকেন গুরুর শিক্ষা-দীক্ষা। কিন্তু দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সক্রেটিসের এ খ্যাতি মেনে নেয়নি। পছন্দ করেনি তার শিক্ষা-দর্শন।

একপর্যায়ে তারা অভিযোগ করেন, সক্রেটিস নাকি যুব সমাজকে বিপথগামী করছেন। এ অভিযোগে তাকে ঢোকানো হলো কারাগারে। কিন্তু এতেও তাকে থামানো যায়নি। তাই সিদ্ধান্ত হয় মৃত্যুদণ্ড দেওয়ার।

মৃত্যুর আগে তাকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পালাননি। পরে হেমলক বিষ পান করিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। কিন্তু তিনি বেঁচে আছেন বিশ্বজুড়ে অসংখ্য অনুসারীর মধ্যে।

সক্রেটিসের কয়েকটি উক্তি:

•  বিস্ময় হলো জ্ঞানের শুরু।
•  টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।
•  জ্ঞানের শিক্ষকের কাজ কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল।
•  বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
•  পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।
•  নিজেকে জানো।
•  তুমি কিছুই  জান না এটা জানা-ই জ্ঞানের আসল মানে।
•  তুমি যা হতে চাও তা-ই হও।
•  কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও।
•  মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।