ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মা ও মেয়ে

ফারুক নওয়াজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১
মা ও মেয়ে

ম দিয়ে হয় ‘মা’ মধুনাম, ম দিয়ে হয় ‘মেয়ে’
আর কি আছে এই জগতে মা ও মেয়ের চেয়ে !
যখন ছিলাম ছোট্ট শিশু মা জড়াতেন বুকে -
মায়ের গায়ের গন্ধ পেলে মন হারাতো সুখে ।
কী জাদু যে মায়ের মধু ‘খোকন-খোকন’ ডাকে;
মা ছাড়া আর এতো আপন ভাববো বলো কাকে !

যখন হলাম বড়ো, তখন মা থাকলে দূরে-
ঘুম ভেঙে যায় ‘বাবা-বাবা’ মেয়ের মধু সুরে ।


বাইরে থেকে ফিরলে ঘরে মেয়েই আসে ছুটে-
কচি হাতের পরশ পেলে ক্লান্তিও যায় টুটে ।
অসুখ হলে মেয়ে যখন আদর বুলায় চুলে-
ঠিক মনে হয় মা-ই আমার মেয়ে হয়েছে ভুলে ।

মায়ের মাঝে পাই মেয়েকে, মেয়ের মাঝে মাকে;
মায়ের মতোই আদর মাখা মেয়ের ‘বাবা’ ডাকে !

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।