ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
হা! হা! হি! হি!

আমেরিকা কেনা
আমেরিকার এক রাস্তায় দুই মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল: আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল: কিনবি মানে।

আমি বেচলে তো কিনবি।

তিন ফকির
সারাদিন কাজ কার পর তিন বন্ধু টাকা হিসাব করছিল। তাদের একজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল ফকির। ঠিক তখন-

১ম বন্ধু (অন্ধ): দেখেছিস আজ আকাশটা কত সুন্দর লাগছে।

তার কথা শুনে রাগে-
২য় বন্ধু (খোড়া): তোকে মারব এক লাথি।

তখন ২য় বন্ধুর কথায় সায় দিয়ে-
৩য় বন্ধু (ফকির): মারমার। মেরে হাড় গুঁড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।
 

ঢাকা অনেক দূর
ডাক্তার রোগীকে ব্যবস্থাপত্র দিয়ে বললেন -
ডাক্তার: আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন।
রোগী: কেন? ঢাকা তো অনেক দূর! কুমিল্লায় রাখলে চলবে না ?
ব্যথা তো কমছে না
এক সহজ সরল লোক রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে
পথচারী: কি ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোক: ডাক্তার সাব বলেছে আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে। আমি এই ইটটাতেই ব্যথা পাইছিলাম, তাই মলমটা মাখাচ্ছি। কিন্তু ব্যথা তো কমছে না!

আগুন দিস না।
সবাই: শামীম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।

পয়সা থেকে টাকা
ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব ।
বাবা : কীভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা  শেখাবে ।

সামনে স্কুল, আস্তে চলুন
শিক্ষক: তুমি দেরি করে আসলে কেন?
আবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
আবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।