ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদ

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১
ঈদ

আকাশে চাঁদ উঠলোরে ভাই
আকাশে চাঁদ উঠলো
তাইতো পাড়া মহল্লাতে,
খুশির বাজি ফুটলো
আগামীকাল ঈদ হবে যে
প্রতিক্ষাটা টুটলো।

আকাশে চাঁদ উঠলোরে ভাই
আকাশে চাঁদ উঠলো
কেনাকাটা করতে সবাই
বাজার পানে ছুটলো,
গন্ধে ভরা মসলাগুলো
হাঁড়ির মধ্যে ঘুঁটলো।



আকাশে চাঁদ উঠলোরে ভাই
আকাশে চাঁদ উঠলো
চাঁদটা চিকন আধভাঙা যে,
দাঁত দিয়ে কে খুঁটলো
গলির মোড়ে সিডিতে গান
হাজার ছেলে জুটলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।