ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার দেশে ‍| নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আমার দেশে ‍| নাজিয়া ফেরদৌস আমার দেশে ‍| নাজিয়া ফেরদৌস

আমার দেশে ভোরের বেলা সূর্য ওঠে হেসে,
দুপুর বেলা হাওয়া আসে মেঘের ভেলায় ভেসে।
বিকেল হলে গাছের ডালে পাখিরা গায় গান
ফুলের ঘ্রাণে জুড়িয়ে যায় সবারই মন-প্রাণ।

আমার দেশে একটি ভাষা- বাংলা মায়ের বুলি,
এই ভাষাতেই কথা বলি মজুর, মুটে, কুলি।
আমার দেশে কৃষক, জেলে একসাথে বাস করে
মমতা আর স্নেহের আঁচল সবার ঘরে ঘরে।


আমার দেশে ছয়টি ঋতু ছয়টি রানীর মত!
ছবির মত আমার এ দেশ ভালোবাসি কত!

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।