ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিজয়ের পতাকা | আইভি খান ওয়াহিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিজয়ের পতাকা | আইভি খান ওয়াহিদ বিজয়ের পতাকা

জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামের বিনিময়ে
আমাদের এ বিজয়।

তার বিশ্ববিখ্যাত ভাষণ,
সাত কোটি মানুষকে জাগ্রত করেছিল।
এই ভাষণের বিনিময়ে আমাদের এ বিজয়।


আমার ভাইয়ের তরতজা রক্তের বিনিময়ে
আমাদের এ বিজয়।
আমার বোনের আত্মাহুতির ক্রন্দন,
ইজ্জতের বিনিময়ে আমাদের এ বিজয়।
আমার মায়ের অশ্রুভেজা চোখে সুদূরপানে চেয়ে থাকা,
ছেলে ও স্বামীর জন্য আবেগময় অশ্রুপ্লাবিত দোয়া।
আমার বোনের মেহেদী রাঙানো নরম তুলতুলে হাতে
তুলে নেয়া স্টেনগান, আমাদের এ বিজয়।
আমার গায়ক গায়িকা ভাই-বোনের সংগ্রামী গান,
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল
আমার এ বিজয়।
ভেঙে যাওয়া মন, ছেলে হারানো মায়ের ক্রন্দন,
বোনের ইজ্জত, রক্ত ভেজা মাটি,
মুক্তিযোদ্ধাদের বিদ্রোহ, তরঙ্গের জোয়ার বয়ে এনেছিল।
সাবার বলিষ্ট হাত এক হয়েছে।
আমরা ছিনিয়ে এনেছি আমাদের সবুজের মাঝে
লাল রক্তে ভেজা টকটকে বিজয়ের পতাকা।
এ আমাদের বিজয়, এ আমাদের বিজয়,
এ আমাদের পতাকা, এ আমাদের পতাকা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।