ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঋতু এবং মাসের ছড়া ‍| লুৎফুর রহমান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
ঋতু এবং মাসের ছড়া ‍| লুৎফুর রহমান ঋতু এবং মাসের ছড়া

বৈশাখ এবং জৈষ্ঠ্য নিয়ে 'গ্রীষ্ম' আসে
আম-কাঁঠালের মিষ্টি মধুর দৃশ্য ভাসে।

আষাঢ় এবং শ্রাবণ নিয়ে 'বর্ষা' হয়
মেঘের ফাঁকে রোদ হাসে যেই ফর্সা হয়।

ভাদ্র এবং আশ্বিন নিয়ে আসে 'শরৎ'
কাশফুলেতে লাগে খুশির পরত।

কার্তিক এবং অঘ্রাণে 'হেমন্ত'
ধানের শীষে ঢেউ কেমন তো!

পৌষ এবং মাঘ মাসেতে আসে 'শীত'
রাতের বেলায় হয় শেয়াল মামার গীত।

ফাল্গুন এবং চৈত্র নিয়ে 'বসন্ত'
পাখিরা খায় মধু এবং রস অন্ত।
ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।