ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মায়ের কথা | অশোকেশ রায়

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
মায়ের কথা | অশোকেশ রায় মায়ের কথা

মায়ের কথা ছড়ায় বলি মায়ের কথা গল্পে
এত্তো বড়ো ব্যাপার স্যাপার শেষ হবে না অল্পে।
গানের সুরে মায়ের কথা কবিতাতেও লিখি
মায়ের কথায় নেচে উঠি হাসতে কেবল শিখি

মায়ের কথা ভাবতে গিয়ে শব্দ বাছি সেরা
ভালোবাসায় স্বপ্ন আশায় মায়ের কথা ঘেরা।

মায়ের কথায় চাঁদটা হাসে তারারা ঝিলমিল
নদীর বুকে ঢেউ খেলে যায় আকাশটা হয় নীল।


ভোরের বেলা ঘুম ভেঙে যায় মিষ্টি পাখির ডাকে
মায়ের কথায় প্রকৃতিও নতুন ছবি আঁকে।

খোকা-খুকুর নতুন জামা সুখ যে রাশি রাশি
মায়ের কথাই সবচে’ মধুর মাকে ভালোবাসি।

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।