ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এই গরমে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এই গরমে | সুমন বিশ্বাস এই গরমে

পথচারী যাবে বাড়ি
সাথে নেই ছাতা
গ্রীষ্মের গরমে অসহ্য চরমে
পাগলের মত বকে যা তা!

টনটনে দুপুরে
টাক ফাটা রোদ্দুরে
ফাটে যেন টাক তার,
যেন কেউ বাংলাতে
পারবে না সামলাতে,
পথ খোঁজে পালাবার।
 
পথে এক গাছ পেয়ে
বসে এক পান খেয়ে
শুয়ে পরে টানটান,
চান্দিতে নেই চুল
কুকুরের কী বা ভুল
চেটে দিল টাকখান।


 
সে তো নয় সোজা এত
ছোটাছুটি অবিরত
হবে না কি কোন পথ!
ঘামে জামা লেপটায়
শেষে হয়ে নিরুপায়
রেগে করে কৎকৎ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।