ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিল্লু মামা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
বিল্লু মামা

ইঁদুর ভাইয়া নাম কী তোমার?
টুনটুনিটা বলে।
ইঁদুর বলে, বিল্লু মামা
সবাই বিলু বলে।



টুনি বলে, বিল্লু মামা
আমার কথা শোন,
একটি নতুন বাসা দেব
লম্বা সুতো আন।

ইঁদুর গেল টুনির কাছে
রাজার গুদাম ঘরে,
বস্তা কেটে টানবে সুতো
প্রান্ত খানি ধরে।

বস্তা কেটে যেই না ইঁদুর
সুতো দাঁতে ধরে,
বিশাল বড় পাথর ছিল,
পড়ল লেজের পরে।

সুতো ঠিকই আনলো ইঁদুর
লেজটা কাটা পড়ে,
লেজের কথা শুনে টুনি
শুধু হায় হায় করে!!!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।