ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আনবো ট্রফি ঘরে| আলেক্স আলীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৭
আনবো ট্রফি ঘরে| আলেক্স আলীম

সেমিতে আজ উঠে গেলাম
আনবো ট্রফি ঘরে।
বাঘের ভয়ে খেলার মাঠে
দানবরা সব মরে!

চার ছক্কা মেরে মেরে
রান বাড়াবো শুধু
প্রতিপক্ষ দেখতে পাবে
মরুভূমি ধু ধু!

উইকেট সব বধ করবো
কে ঠেকাবে আর!
ভুল ডিসিশন না দেয় যেন
সেই সে আলিমদার!

ইচ্ছেঘুড়িবাংলাদেশ সময়:০৭১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।