ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এলো খুশির ঈদ | আবু বকর সিতু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এলো খুশির ঈদ | আবু বকর সিতু এলো খুশির ঈদ

চাঁদের আলোর ঝিলিক নিয়ে 
এলো খুশির ঈদ, 
আজ সেই খুশিতে মাতোয়ারা 
নাই রে চোখে নিদ। 

চলো ধনী-গরিব সবাই মিলে 
যাবো ঈদগাহে,
পড়ব নামাজ এক কাতারে 
কাঁধে কাঁধ মিলে।  

আজ রাজা-প্রজা আমির-ফকির 
নাইরে ভেদাভেদ,
প্রাণ মিলিবে প্রাণে আজি 
রইবে না বিভেদ।

 

যারা পায় না জামা নাইরে খাবার 
নিত্য অনাহারী, 
তোমার জাকাত ফিতরা তাদের তরে 
বিলাও দুহাত ভরি।

আজ ঈমানের পেয়ালা ভরে 
তৌহিদের শরাব 
পান কর হে বিশ্ববাসী 
কেউ যেও না বাদ।

ওরে ভয় কিরে আর আছেন সবার 
মোহাম্মদ মুর্শিদ।  
সেই মুর্শিদের-ই পরশে এসে 
হয়ে যাও মুরিদ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।