ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদের চাঁদ | উৎপলকান্তি বড়ুয়া

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ঈদের চাঁদ | উৎপলকান্তি বড়ুয়া ঈদের চাঁদ

টিপলু দীপু শিরিন রেজা শাহীন সানু জুটে
একত্রে সব হলোই জড়ো ছাদের উপর উঠে।
ওই দেখা যায় ধবল-কালো মেঘের বুঝি ডানে
শাহীন খানিক বললো ঝুঁকে দীপুর কানে কানে।

কোথায় কোথায় কোথায় সবার চোখ কান কী খাড়া!
বললো সানু দেখিয়ে তবে দিচ্ছি আমি-দাঁড়া।
ধবল-কালো মেঘটা বুঝি রাখলো আড়াল করে
ঠিক দেখ নিস দেখবো ডানে একটু গেলে সরে।


এক সাথে হাত তুলে সবাই উল্লসিত সুরে
ছয় কচি মন-প্রাণের আবেগ হৈ চৈ দেয় জুড়ে।
অবশেষে হয় ক্ষণে শেষ উৎকণ্ঠার তাড়া
'ওই দেখা যায় চাঁদ' সকলের আনন্দ ফোয়ারা!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।