ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদের তিনটি ছড়া | অশোকেশ রায়

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ঈদের তিনটি ছড়া | অশোকেশ রায় ঈদের ছড়া

ঈদ এলে

ঈদ এলে হেসে ওঠে
ফুল পাখি দল,
হেসে ওঠে নীল আকাশ
নদী তরু ফল।

সবুজে সবুজে ছাওয়া
মাঠ হেসে ওঠে,
হেসে গেয়ে নদীগুলো
দূর পানে ছোটে।

খোকা হাসে খুকি হাসে
চাঁদ হাসে রাতে,
ঘাসের বুকেতে ফুল
হাসে সাথে সাথে।

ধনীতে গরিবে হাসে
হাসে দুখী নিঃস্ব,
আজ ঈদ তাই বুঝি
হাসে সারাবিশ্ব।

এবার ঈদে

ঈদের দিনে খাচ্ছো তো বেশ
যাচ্ছো তো বেশ বেড়াতে,
কিন্তু যদি চারপাশেতে
একটুকু চোখ ফেরাতে-
পারতে না তো মলিন মুখের
করুণ চাওয়া এড়াতে।

নতুন জামা নতুন জুতো
রঙে রঙিন খুশির বান,
কিন্তু তোমার চারপাশেতে
কষ্টে ভরা নিরাশ প্রাণ।
চোখ ফিরিয়ে দেখতে যদি
বুঝতে পেতে মনের টান।

এবার ঈদে একটি করুণ
মলিন মুখকে হাসতে দাও
একটি নিরাশ প্রাণে আশা
খুশির জোয়ার আসতে দাও।
চোখকে ফেরাও চারপাশেতে
মনকে ভালোবাসতে দাও।

ঈদের দিনে

ঈদের দিনে দুখী যারা
ওদের কাছে ডাকতে হবে,
দুঃখ ওদের ঈদ নামের এক
সুখের রেশে ঢাকতে হবে।

ওদের নিয়েও ঈদের দিনে
খুশির ছবি আঁকতে হবে,
তা না হলে নামটা ঈদের
অন্য কিছু রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।