ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাঁদলে চোখ দিয়ে পানি ঝরে কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
কাঁদলে চোখ দিয়ে পানি ঝরে কেন? চোখের পানি

কান্না আমাদের সহজাত বিষয়। জন্মের পরপরই শিশুরাও কাঁদে। আবার বৃদ্ধ হলেও কাঁদলে মানুষের চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু কাঁদলে শুকনো চোখ হঠাৎ বেশি ভিজে ওঠে কেন?

আমাদের প্রত্যেকের চোখের বাইরের কোণে একটি গ্রন্থি রয়েছে। একে বলে অশ্রুগ্রন্থি।

কতগুলো নালীপথে চোখের পানি চোখের উপরের পাতায় চলে যায়। তারপর সেখান থেকে অন্য নালীপথে চোখ থেকে পানি হয়ে বেরিয়ে আসে।

প্রতিবার আমরা যখন চোখের পলক ফেলি তখন চোখের পানির নালীপথের মুখ দিয়ে কিছু তরল পদার্থ বেরিয়ে আসে। এটাই চোখকে ভেজা রাখে এবং চোখের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে।

যখন ‍আমরা কাঁদি তখন চোখের পানির নালীপথের মুখ দিয়ে বেশি পরিমাণ তরল পদার্থ বের হয়। একেই আমরা অশ্রু বা চোখের পানি বলি।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।