ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বন্যা ও বৃষ্টির ছড়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বন্যা ও বৃষ্টির ছড়া | সুমন বিশ্বাস বন্যা ও বৃষ্টির ছড়া

বানের জল

রাস্তা ও মাঠ জলের নিচে
বস্তিবাসী বাস্তুহারা,
কি! যে করুণ বেহাল দশা
চোখের কোণে অশ্রুধারা।

সামান্য যে সম্বলটুকু
তাও নিয়েছে বানের জলে,
কর্মবিহীন খুঁটছে মাথা
দুশ্চিন্তার পদতলে।
 
কী খাবে, তা কোথায় পাবে
ভাবনা ছোটে বিরতিহীন,
নিশ্চয়তার পায় না ছায়া
দুশ্চিন্তায় কাটে যে দিন।


 
দিনের শেষে ক্লান্ত শরীর
যে আসনে পেতে দেবে
সে মাটি আজ পর করেছে
কে আছে তার কোলে নেবে?
 
বানবাহী জল এতই নিঠুর
সে বোঝে না দুঃখ-ব্যথা,
সবকিছু সে নেয় ভাসিয়ে
একটুও তার নেই মমতা।


বৃষ্টি নাচন

বৃষ্টি নাচে টাপুর-টুপুর
সকাল সন্ধ্যা রাত্রি দুপুর
ভরছে গাঁয়ের পদ্মপুকুর।

পুকুর পাড়ে কদম গাছ
ফুটতে ফুলের নেইকো লাজ
পুকুর-জলে খেলছে মাছ।

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।