ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহবান

জাহিদ হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহবান

‘মুক্তিযোদ্ধারা যে মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছেন তা নতুন প্রজন্মকে বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

’ ঢাকা বিভাগীয় শিশু সাংবাদিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি আরও বলেন, ‘সত্য বলার এবং লেখার অভ্যাসটা এখনই করতে হবে। সত্য বলতে হবে। সুপথে চলতে হবে। তবেই ভালো মানুষ হতে পারবে। ’

সোমবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) পরিচালিত সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলন ঢাকা বিভাগের ৬টি জেলার অর্ধ শতাধিক শিশু সাংবাদিক অংশ নেয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকের নেত্রকোণা প্রতিনিধি শ্যামল, কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইচ্ছেঘুড়ি বিভাগের সম্পাদক আরিফুল ইসলাম আরমান প্রমুখ।
   
সম্মেলনে সভাপতিত্ব করেন শিশু প্রকাশের বার্তা সম্পাদক মো: শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।