ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মজার বিজ্ঞান

গোলমরিচ ও পানির যাদু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
গোলমরিচ ও পানির যাদু গোলমরিচ ও পানির যাদু

ঢাকা: সহজ ও ঝামেলামুক্ত এই যাদু দেখিয়ে চমকে দিতে পাবো বন্ধুদের।

যা যা প্রয়োজন- গোলমরিচের গুঁড়া, একটা প্লেট, পানি, সাবান বা ডিশওয়াশার।

সতর্কতা- ভুলেও যেন গোলমরিচ কারো চোখ ও নাকে প্রবেশ না করে।

যা ঘটবে- প্লেট পানি দিয়ে পূর্ণ করে তাতে এক চামচ গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দাও। এবার বন্ধুদের মধ্য থেকে একজন ভলেন্টিয়ার নির্বাচন করো। ভলেন্টিয়ারকে হাতের আঙুল দিয়ে পানি স্পর্শ করতে বলো। ভলেন্টিয়ার পানি স্পর্শ করলে দেখা যাবে কিছুই ঘটছে না। এবার তুমি এক আঙুল দিয়ে পানি স্পর্শ করো। সবাই অবাক হয়ে দেখবে আঙুলের চারপাশ থেকে গোলমরিচের গুঁড়া সরে যাচ্ছে এবং পানির মধ্যে অদ্ভুত বৃত্তাকার বলয় তৈরি করছে।

যাদুকরের করণীয়- যাদু দেখানোর আগে সবার অগোচরে আঙুলের ডগায় কিছু সাবান অথবা ডিশওয়াশার ঘষে নিতে ভুলবে না।

যে কারণে এমনটা ঘটে- সাবান পানির পৃষ্ঠতলের চাপ কমিয়ে এর কণাগুলো চারপাশে ছড়িয়ে যেতে সাহায্য করে। ফলে পানিতে ভাসতে থাকা গোলমরিচের গুঁড়াও চারপাশ দিয়ে সরে যায়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।