ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঋতুর রানি শরৎ | মঈনুল হক চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
ঋতুর রানি শরৎ | মঈনুল হক চৌধুরী ঋতুর রানি শরৎ | মঈনুল হক চৌধুরী

আকাশটা আজ নীল মেখেছে
সারা শরীর জুড়ে,
শাপলা পাতায় জলপিপিরা
পা ফেলে দেয় দূরে।

নদীর জলে নীলের ছোঁয়া
কী অপরূপ লাগে,
রংধনু রং ঝিলিক দিয়ে
মনটা কেমন জাগে।

  আকাশ বাতাস ভরে আছে
পাখ-পাখালির সুরে,
ফুলে ফুলে মৌমাছি
আর প্রজাপতি ওড়ে।

শাদা ও লাল শাপলা কনে
দীঘির জলে ভাসে,
ঋতুর রানি শরৎ বুঝি
এমনি করেই আসে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এএ
,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।