ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আছাড় | সুমন বিশ্বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
আছাড় | সুমন বিশ্বাস আছাড় | সুমন বিশ্বাস

বৃষ্টির কী! অনাচার,

পা পিছলে খেয়েছি আছাড়।

সারা গায়ে লেগেছে কাদা

তাতে আবার ভেঙেছে ছাতা!

দাদা বলল- ওরে হাদা

তুই তো দেখি আস্ত গাধা,

দেখলি যখন জ্যান্দা আছে

পা দিলি ক্যান তাতে পাছে।

দাদার কথা শুনে আমার

কান্না এলো অধিক জোরে,

সাথে সাথেই দাদা এসে

বুকের মাঝে জড়িয়ে ধরে।


 

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এএ
.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।