ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আসুক নতুন ভোর | বিএম বরকতউল্লাহ্

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
আসুক নতুন ভোর | বিএম বরকতউল্লাহ্ আসুক নতুন ভোর | বিএম বরকতউল্লাহ্

বানভাসী মানুষগুলো কাঁপছে থরো থরো
এই সময়ে তোমরা সবাই একটা কিছু করো।
হাতের কাছে যা-কিছু পাই এসো না ভাই লই
কোথায় কাঁদে ক্ষুধায় মানুষ তাদের পাশে রই।
 

ঘরহারা এই মানুষগুলো কোথায় খাবে বলো
তোমার আমার সাধ্যমতো দিই না কিছু চলো।
এই বিপদে বানভাসীদের সামনে চলো দাঁড়াই
সমাজ থেকে চাঁদা তুলে হাত দুটো আজ বাড়াই।



একটু দানে কষ্ট অনেক হতেও পারে দূর
আসুক নেমে আঁধার কেটে একটি নতুর ভোর।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এএ

.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।