ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎ | আবু আফজাল মোহা. সালেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
শরৎ | আবু আফজাল মোহা. সালেহ শরৎ | আবু আফজাল মোহা. সালেহ

১.

বন্ধু, আকাশ পানে

তাকাও দেখি!

হাজার তারা উঠলো কি!

শরৎকালের শুভ্রনীলে

মনটাকে হাঁকাও বেশি!

হারিয়ে দাও মনটাকে

নীল আকাশ আর স্নিগ্ধ বায়ে,

মাটি ছোঁয়া কাশবনে,

সবুজ কচি ঘাস বনে!

২.

শরতের রোদ

ঝলমল,

বৃষ্টির পানি

টলমল!

শরতের নীল আকাশ

চকচক,

মেঘের লুকোচুরি

ছলছল।

শরতের কাশফুল

তুলতুল,

ছোট্ট নদী বয়

কুলকুল!

৩.

ভাদরের রোদে

করে কিটকিট,

পাকায় তাল!

ভাদরের বৃষ্টি

করে অনাসৃষ্টি,

ফোটায় টগর মল্লিকা!

ভাদরের ঘোলা স্রোত

অপরূপ সৃষ্টি!

বাড়ায় ইলশে গুঁড়ি!

শরতের রাতে

খোকা স্বপ্ন দ্যাখে,

শিউলি ঝরে

আপন মনে!

শরতের নদী

চলে আঁকাবাঁকা,

মাঝি চালায় নৌকা

পাল তুলে!

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এএ
.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।