ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

‘মৃৎশিল্পে শিশুর স্বপ্নের আবাস’ প্রদর্শনী শুরু শুক্রবার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘মৃৎশিল্পে শিশুর স্বপ্নের আবাস’ প্রদর্শনী শুরু শুক্রবার ‘মৃৎশিল্পে শিশুর স্বপ্নের আবাস’ প্রদর্শনী শুরু শুক্রবার

ঢাকা: বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের লালমাটিয়া, উত্তরা ও মিরপুর শাখার ৩ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের বাসভূমি তথা পৃথিবীটাকে কেমন দেখতে চায়- সেই স্বপ্ন বানিয়েছে মাটি দিয়ে।

তাদের তৈরি সেই মৃৎশিল্পগুলো নিয়ে দু’দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে।

‘মৃৎশিল্পে শিশুর স্বপ্নের আবাস’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ অক্টোবর) ও শনিবার (২৮ অক্টোবর)।

শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের উৎসাহ দিতে অতিথি হয়ে আসবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক চিত্রশিল্পী মুনিরুজ্জামান, চিত্রশিল্পী সব্যসাচী হাজরা, ভাস্কর মানবেন্দ্র ঘোষ, ভাস্কর তারানা হালিম, বাংলা একাডেমির উপ-পরিচালক সাহিত্যিক ড. তপন বাগচী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজুসহ আরও অনেক গুণীজন।

বাংলাদেশ সময: ২২২৫ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।