ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাতিঘর বিদ্যালয়ের শীতমেলা ৯ ফেব্রুয়ারি

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বাতিঘর বিদ্যালয়ের শীতমেলা ৯ ফেব্রুয়ারি

ঢাকা: রাজধানীতে একদিনের শীতমেলার আয়োজন করতে যাচ্ছে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় ও বাতিঘর বিদ্যালয়। আগামী ৯ ফেব্রুয়ারি (২৭ মাঘ) লালমাটিয়ার ডি-ব্লক খেলার মাঠে বসবে এ মেলা।

ঋতুবৈচিত্র্যের এই বাংলায় শীতে পৌষমেলা উদযাপনের প্রচলন বহুদিনের। বাতিঘর বরাবরই বাংলার এসব নিজস্ব ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচিত করতে নানারকম আয়োজন করে।

সেই ধারাবাহিকতায় এই শীতে আয়োজন করা হয়েছে শীতমেলা।  

সবার জন্য উন্মুক্ত এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুধুই দেশীয় ঐতিহ্য ও হরেক পণ্য থাকবে এ মেলায়। থাকবে পিঠাপুলি, শাড়ি, হাতের কাজের পোশাকসহ নানা দেশি অনুষঙ্গ। এরই মধ্যে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের বিভিন্ন শাখার শিশু ও বাতিঘর বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।