ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের দেহ কঙ্কাল

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
আমাদের দেহ কঙ্কাল

আমাদের শরীর আমরা প্রতিদিন দেখি। শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ নাড়াচাড়া করি।

শরীরের অঙ্গ প্রতঙ্গ নাড়িয়ে হাঁটাহাঁটি করি। খেলাধুলা করি। কাজ করি। এ শরীর কারো ভারী, আবার কারো হালকা। আমাদের শরীর ভারী কিংবা হালকা যাই হোক না কেন শরীরের এই ভার বহন করে কে? এ প্রশ্নের উত্তর তোমরা কি জানো? হ্যাঁ ঠিকই বলেছোÑ হাড় বা দেহ কঙ্কাল। দেহ কঙ্কালই আমাদের শরীরের ভার বহন করে।

হাড়, তরুণাস্থি এবং মজবুত কিছু গ্রন্থি দিয়ে আমাদের দেহ কঙ্কাল গঠিত। আমাদের দেহ কঙ্কালের কোনো কোনো হাঁড় খুব লম্বা এবং শক্ত। আবার কোনো হাড় ছোট এবং চ্যাপ্টা। অস্থি সন্ধিতে হাড়ের প্রান্তগুলি তরুনাস্থি দিয়ে আবৃত থাকে। মাংসপেশীগুলি হাড়ের সঙ্গে লাগানো থাকে টেনডন নামক সংযোগকারী গ্রন্থির সাহায্যে। এই মাংসপেশীগুলি কঙ্কালকে নাড়াতে সহায়তা করে। মানুষকে চলাফেরা বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। হাড় শুধুমাত্র আমাদের শরীরের ভার রক্ষাই করে না, দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করে। হাড় না থাকলে আমাদের শরীর পরিণত হতো একদলা মাংসপিণ্ডে।
   
প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে থাকে মোটামুটি ৬৫০টি পেশি, ১০০টি অস্থিসন্ধি, ১ লক্ষ কিলোমিটার রক্তবাহক নালী এবং ১৩০০ কোটি স্নায়ু কোষ। জন্মের সময় শিশুর শরীরে থাকে ৩০০টির বেশি হাড়। কিন্তু বড়দের শরীরে থাকে মোট ২০৬টি হাড়। ছোট থেকে বড় হয়ে ওঠার সময়েই ৯৪টি হাড় মিশে যায় অন্যান্য হাড়, মাংস বা মাংসপেশীর সঙ্গে। এই যে আমাদের শরীরে এতো হাড় আছে এর প্রায় অর্ধেকই রয়েছে হাতে আর পায়ে। এতো যে হাড় দিয়ে আমাদের শরীর গঠিত, এসব হাড়ের মধ্যে পা বা বাহুর হাড়গুলি লম্বা এবং শক্ত। হাত ও হাতের কব্জি ৮টি কারপাল ও ৫টি মেটাকারপাল নামক ছোট ছোট হাড় দিয়ে গঠিত। আঙুলে থাকে ১৫টি হাড়। এই হাড়গুলিকে বলা হয় ফ্যালানজ। পায়ের হাড়গুলি বাহুর হাড়গুলির চেয়ে লম্বা ও শক্ত। সবচেয়ে লম্বা হলো উরুর হাড়। এই হাড়টিকে বলা হয় উর্বাস্থি।

মানবদেহের কঙ্কালকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে। অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গ কঙ্কাল। মাথা ও ধড়ের অংশকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। আর হাত ও পায়ের অংশকে বলা হয় উপাঙ্গ কঙ্কাল। মানুষের এই অস্থি বা হাড় প্রধানত ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে গঠিত। হাড়ের অভ্যন্তরভাগে থাকে একপ্রকার পদার্থ যাকে বলা হয় মজ্জা বা শাঁস। মজ্জা হাড়কে রক্ত সরবরাহ করে।
 
আমাদের মাথার খুলি অনেকগুলি হাড়ের পট্টি দিয়ে তৈরি। ঐ হাড়গুলিই আমাদের মস্তিষ্ক রক্ষা করে। আর আমাদের মেরুদ- ৩৩টি আলাদা আলাদা হাড় দিয়ে তৈরি। এর ৭টি হাড়ের অবস্থান আমাদের ঘাড়ে, ১২টির অবস্থান পিঠে। এছাড়া ৫টির অবস্থান আমাদের পেটের পিছনে। ৫টি হাড় থাকে পেটের অঞ্চলে। ৫টি থাকে নিতম্বে এবং ৪টি থাকে কোটিদেশ অঞ্চলে। আমাদের বুক ১২ জোড়া বাঁকা হাড় দিয়ে ঢাকা। অধিকাংশ হাড় বুকের মাঝখানে বক্ষাস্থির সাথে যুক্ত।

তোমরা জেনে অবাক হবে আমাদের শরীরের হাড় গ্রানাইট পাথরের মতো শক্ত এবং মজবুত। দেশলাই বাক্সের মতো সাইজের এক টুকরা হাড়ের চাঁই ৯ টন ওজন ধরে রাখতে পারে। যা কংক্রিটের চেয়ে ৪ গুণ বেশি ওজন ধরে রাখতে সক্ষম। বিষয়টি সত্যিই অবাক করার মতো তাই না?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।