ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভাষা শহীদ | জারিন তাসনিম স্বর্ণা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ভাষা শহীদ | জারিন তাসনিম স্বর্ণা

রক্তে ভেজা একুশ আমার
স্মরণ করো তুমি
বায়োন্ন’র সেই ঢাকার রাজপথ
আর বাংলার লালভূমি।

আমি জব্বার নই, রফিক নই
তাইতো ভাবনা আছে
এসব নামের নই বলে
কেউ কী স্মরণ করেছে?

তবুও চিন্তা নেই মনে
সেই রাস্তা আমায় চেনে
সেই একুশ জানে
কী ঘটেছিল সেখানে।

নাম না থাকায় শ্রেষ্ঠ আমি
দান করেছি যে মোর প্রাণ
ফুল দিয়ে তাই জানাই সবাই
ভাষা শহীদের সম্মান।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।