ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পিসার টাওয়ারটি হেলানো কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
পিসার টাওয়ারটি হেলানো কেন? পিসার হেলানো টাওয়ার

ঢাকা: তোমরা অনেকেই পিসার হেলানো টাওয়ারের নাম শুনে থাকবে। ইতালির আটতলা এ ভবনটি আশ্চর্যজনকভাবে বাঁকানো। বর্তমানে এটি প্রায় ৩ দশমিক ৯৯ ডিগ্রি কোণে হেলে আছে।

প্রশ্ন হলো, এ ভবনটি কেন এমনভাবে হেলানো? ভবনটি কি এভাবেই বানানো হয়েছে? নাকি বানানোর পর কেউ বাঁকিয়ে দিয়েছে ভবনটিকে? আসলে, ভবনটি নির্মাণের আগে কেউ ভাবেনি তা এভাবে ঝুঁকে থাকবে।

ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ১১৭৪ সালে।

ডিজাইন অনুযায়ী সোজা করেই বানানোর কথা ছিল তা। কিন্তু এর ভিত্তিস্থাপন (ফাউন্ডেশন) করা হয় বালুর উপর। ভবনটির যখন তিনতলার নির্মাণ কাজ চলছিল, তখন এটি হঠাৎ করে হেলতে শুরু করে।  

হেলতে শুরু করলে বেশ কিছুদিন এর নির্মাণ কাজ থেমে থাকে। অনেকদিন পর এর ডিজাইন কিছুটা পরিবর্তন করা হয়। এরপর হেলানো অবস্থাতেই বাকিটুকু নির্মাণ করা হয়।

পিসার টাওয়ারের নির্মাণ শেষ হয় ১৩৫০ সালে। আর তা নির্মাণের পর থেকেই অল্প অল্প করে হেলে চলেছে। গত ১০০ বছরে ভবনটি আরও ৩০ সেন্টিমিটার হেলেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।