ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বোকা ইঁদুর ও অন্ধ বিড়াল | বিএম বরকতউল্লাহ্

গল্প/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
বোকা ইঁদুর ও অন্ধ বিড়াল | বিএম বরকতউল্লাহ্ প্রতীকী ছবি

বিড়ালটি মনে হয় অন্ধ। সে কিছুই দেখতে পাচ্ছে না। আমাদের উচিত গর্তে পড়ে যাওয়ার আগে তাকে সাহায্য করা। বললো নেংটি ইঁদুর।

সঙ্গের ইঁদুরটি বললো, বিড়াল আমাদের বড় শত্রু। তার কষ্টে এগিয়ে যাওয়ার চেয়ে এড়িয়ে যাওয়াই উত্তম।

কারণ সে অন্ধ হলেও তার আছে একটি পেট এবং সেই পেটে ক্ষুধাও থাকতে পারে।
প্রথম ইঁদুরটি বললো, বিপদগ্রস্তকে সাহায্য না করে এভাবে পালিয়ে যাওয়া কোনো ভালো কাজ হতে পারে না। আমি তাকে সাহায্য করবো। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে মহৎ কাজে থাকতে পারো নইলে চলে যেতে পারো।
সঙ্গের ইঁদুরটি মন খারাপ করে চলে গেলো।  

২.
দয়ালু ইঁদুরটি মায়া করে বললো, বিড়াল ভাই, তুমি তো অন্ধ, চলতে পারছো না। আমি কি তোমাকে সহায্য করতে পারি?
নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার মনে হচ্ছে তুমি খুবই পরোপকারী ইঁদুর?
ইঁদুরটি খুশিতে আরেকটু এগিয়ে গিয়ে বললো, তুমি অন্ধ হলেও আমাকে চিনতে পেরেছো, আমি অনেক খুশি।  
ইঁদুরটি বিড়ালের হাত ধরে রাস্তায় হাঁটছে। আর খুশি মনে নানান কথা বলছে।
তোমার দয়া আর মায়া দেখে আমিও অনেক খুশি। কিন্তু তুমি তো খুব ছোট একটা ইঁদুর। তুমি আমার জন্য আর কিইবা করতে পারবে, যার জন্য আমি তোমাকে আশীর্বাদ করে দিতে পারি! বললো অন্ধ বিড়ালটি।
আমি তোমার জন্য অনেক কিছুই করতে পারি এবং তোমার প্রয়োজনে যা কিছু করা দরকার আমি তাই করার জন্য প্রস্তুত আছি। কারণ তুমি আমাদের শত্রু হলেও তুমি এখন অনেক দুর্বল আর অসহায়। অসহায়কে সাহায্য করা অনেক উত্তম কাজ।
আমার আফসোস হচ্ছে এই কারণে যে, আমি অন্ধ হওয়ার আগে তোমাদের শত্রু না হয়ে কেনো বন্ধু হতে পারিনি। কারণ তোমরা সত্যিই খুব ভালো বন্ধু।
দেরিতে হলেও এখন তো বন্ধু হতে পেরেছি' বলল ইঁদুরটি।

৩.
হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত। পেট চোঁ চোঁ করছে। কী করতে পারি বন্ধু?' বললো বিড়ালটি।
তোমার কিছুই করতে হবে না। আমি চেষ্টা করে দেখি, কোনো খাবার জোগাড় করতে পারি কিনা, বললো ইঁদুরটি।
না, না, না। আমি তোমাকে মোটেও কষ্ট দিতে রাজি নই। তুমি আমার শুধু প্রিয় বন্ধুই নও; খাবারের তালিকায় তুমি সবার ওপরে। বলেই বিড়াল ইঁদুরটিকে শক্ত করে ধরলো।
ভয় পেয়ে গেলো ইঁদুরটি। চিঁ চিঁ করে বললো, আমাকে ছাড়ো তো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
তুমি আমার প্রিয় বন্ধু। তুমি থাকবে আমার পেটের ভেতরে, খুব যত্নে। দুঃখ কোরো না বন্ধু। তোমাকে দিয়েই আমি ডিনারটা সেরে ফেলতে চাই। ' এ কথা বলেই বিড়াল ইঁদুরটিকে গিলে ফেললো।  

৪.
সঙ্গে থাকা ইঁদুরটি দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল সবই। সে একটু এগিয়ে এসে বিড়ালকে লক্ষ্য করে বললো, তুমি তোমার বন্ধুর বিশ্বাসের মূল্য এভাবে দিলে?
শত্রুকে যে বন্ধু মনে করে এবং বিশ্বাস করে, সে আসলে আস্ত একটা বোকা। বিড়ালটি হাঁটতে হাঁটতে বললো। আর বোকারা এভাবেই অকালে হারিয়ে যায় এবং বুদ্ধিমানেরা তোমার মতো বেঁচে থাকে। একথা বলতে বলতে অন্ধ বিড়াল একটি গভীর খাদে পড়ে গেলো।  
খাদের গভীর থেকে বিড়ালের চিৎকার শোনা গেলো, ইঁদুর ভায়া আমাকে বাঁচাও।
ইঁদুর খাদের কিনারে দাঁড়িয়ে বললো, তোমার জন্য এটা একটা চমৎকার জায়গা। ভালো থেকো বন্ধু, একথা বলে ইঁদুরটি চলে গেলো।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।