ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

করবো বর্ষবরণ | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
করবো বর্ষবরণ | বাসুদেব খাস্তগীর প্রতীকী ছবি

বৈশাখ আসে ঢোলক বাজে
যাই রে ডিসি হিলে
ধর্মে-বর্ণে হই একাকার
পরস্পরে মিলে।

কী আনন্দ আহা কী সুখ
আর কি কোথাও আছে?
বৈশাখ আসে তাই খুশিতে
মনটা বুঝি নাচে।
বৈশাখ মানে হৈ হুল্লোড়
নৃত্য, গান আর মেলা
পরস্পরকে ভালোবাসা
নয় তো অবহেলা।


ইতিহাস আর ঐতিহ্যে এই
বৈশাখ আছে জুড়ে
বৈশাখ এলেই কাছে আসে
যা ছিলো সব দূরে।
উঠবে জেগে ডিসি হিলটা
পড়বে হাজার চরণ
আসবে বৈশাখ নেচে গেয়ে
করবো বর্ষবরণ।

ichবাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।