ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সিংহ মামার বিয়ে | তুষার কুমার সাহা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সিংহ মামার বিয়ে | তুষার কুমার সাহা প্রতীকী ছবি

বনের মাঝে বাঘকে নাকি
করবে সিংহ বিয়ে,
হরিণ মামা দেখতে যাবে
বাঘ কে সোনা দিয়ে।

গায়ে হলুদ সন্ধ্যা রাতে
আসবে শালিক টিয়ে,
শিয়াল মামা আসবে শুধু
হলুদ বাটি নিয়ে।

লতা-পাতায় তৈরি করছে
বাবুই পাখি জামা,
বিয়ের খবর বনের মাঝে
দিচ্ছে হাতি মামা।

খবর পেয়ে দোয়েল পাখি
আনছে বিয়ের বাদ্য,
এবার বলে পেটটা ভরে
খাবো বিয়ের খাদ্য!

ichবাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।