ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু অধিকার সংরক্ষণে খাগড়াছড়িতে কর্মশালা

প্রদীপ চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

খাগড়াছড়ি: সরকার সকল শিশুদের উন্নয়ন ও আলোকিত ভবিষ্যত নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের শিশুদের উন্নয়নে যেভাবে স্বপ্ন দেখেছেন তারই বাস্তবায়ন হচ্ছে।



মঙ্গলবার খাগড়াছড়ি সার্কিট হাউজে ‘শিশু অধিকার পরিবীক্ষণ ও প্রতিবেদন তৈরি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম।

জেলা প্রশাসক মোঃ আনিস্-উল হক ভূইয়া’র সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ আমানউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবু কালাম সিদ্দিক, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি সৈয়দ খবির আহম্মেদ ও আনসার-ভিডিপি’র জেলা এ্যাডজুটেন্ট ড. মোঃ দিদারুল আলম।

প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলায় কর্মরত এনজিও, স্বেচ্ছাসেবী, শিশু অধিকারকর্মী, সাংবাদিক, শিশু সংগঠক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।