ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চুরুলিয়ার দুখু | অভিজিত বড়ুয়া বিভু

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৮
চুরুলিয়ার দুখু | অভিজিত বড়ুয়া বিভু কাজী নজরুল ইসলাম

বড্ড ডানপিটে
পারতো যদি কাঁধে নিতো
পুরো বাড়ি ভিটে।
সহজে বাধা যেত না 
কোনো শাসন গিঁটে।

যখন যা ইচ্ছে হতো
লিখতো মনের মতো
বালক মনে ভয় ছিল না 
মোটেই ফোটাছিটে।
দুরন্ত সেই ছেলেটির 
নাম বলতো খুকু?
খুকু বলে খুব সহজে
চুরুলিয়ার দুখু!

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।