ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রংধনুটা হাসে | পলাশ বসু

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ৩, ২০১৮
রংধনুটা হাসে | পলাশ বসু প্রতীকী ছবি

বৃষ্টি শেষে পুব আকাশে
রঙের খেয়া ভাসে
খোকাখুকি বেজায় খুশি
রংধনুটা হাসে।

সাতটি রঙে রঙিন হলো
রংধনুরই গা
খোকাখুকি দেখছে সেটা
মুখটা করে হা।
ভাবছে ওরা অবাক হয়ে 
ভাবছে সবে মিলে
ক্যামনে এলো রংধনুটা 
কোথায় ওগো ছিলে?
রংধনুটা দেয় না জবাব
চুপটি করে থাকে
বৃষ্টি শেষে রোদের আকাশ
রংধনুটা আঁকে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।