ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়ার ধাঁধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১
ছড়ার ধাঁধা

একটি মজার জিনিস নিয়ে
উঠল মেতে সবাই,
কেমন তরো পণ্ডিত তুমি
বলো দেখি কী তাই?

সবার লাথি খেয়ে শেষে
পড়ল টনির কোলে,
টনি আবার সরল বেঁকে
লাগবে হাতে বলে।

হাতে যদি লাগে কারো
মহাবিপদ হবে!
সবার মাঝে একজন আবার
প্যাঁক বাজাবে তবে।



লাথির চোটে পিষ্ট হয়ে
লুকায় বাড়ের মাঝ
তখন সবাই চিল্লে ওঠে
এই হয়েছে কাজ!





উত্তরঃ ফুটবল খেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।