ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সেই বাছুরটা | পলাশ বসু

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
সেই বাছুরটা | পলাশ বসু প্রতীকী ছবি

লাল রঙের গাই গরুটার
বাছুর হলো কালো
উঠোন জুড়ে বেড়ায় নেচে
দেখতে লাগে ভালো।

তিড়িং বিড়িং নাচে ওগো
হাম্বা হাম্বা ডাকে 
খিদে পেলেই তখন শুধু
খুঁজে বেড়ায় মা-কে।
ছুটে ছুটে সেই বাছুরটা
আসে খুকির কাছে
খুকি চলে আগে আগে
বাছুর চলে পিছে।


হঠাৎ করেই বাছুরটা গো
পড়লো ভীষণ জ্বরে
তাই না দেখে কাঁদছে খুকি
মায়ের আঁচল ধরে।

ইচ্ছেঘুড়িবাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।