ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এরা-ওরা | মালিপাখি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এরা-ওরা | মালিপাখি প্রতীকী ছবি

এরা বলে পিপি পিপি 
ওরা বলে পমপম!
এরা বলে ছিটেফোঁটা 
ওরা বলে ছম্‌ছম্!!

এরা বলে বেশি বেশি 
ওরা বলে কমকম!
এরা বলে ডিঙি, টাঙা 
ওরা বলে টমটম!!

এরা বলে নিরিবিলি 
ওরা বলে জমজম  !
এরা বলে ঝিরি ঝিরি 
ওরা বলে ঝমঝম!!

এরা বলে লেডিকেনি 
ওরা বলে চমচম !
এরা বলে ভেড়ামারা 
ওরা বলে দমদম!!

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।