ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরতের মেঘনদী | আলমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
শরতের মেঘনদী | আলমগীর কবির শরতের মেঘনদী

কলকল সুরে বয় শরতের মেঘনদী
নদীতীরে একবার ফিরে চাও যদি।

সকালের কাঁচা রোদ খেলা করে জলে
কোলাহল জেগে থাকে শুশুকের দলে।

নদী কানে নিলো গুঁজে সাদা দুল
পলকেই কাড়ে মন কচুরির ফুল।

শরতের আসমানে দলছুট মেঘ
মেঘে লেগে আছে কত না আবেগ!

শরতের ফুলবনে কিশোরের দল
ভোরবেলা ফুল নিয়ে করে কোলাহল।

হাওয়ায় ভেসে আসে শিউলির ঘ্রাণ
গাঁয়ে ফিরে যেতে মন করে আনচান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।