ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রক্তের স্রোত যায় না পেছনে | আলেক্স আলীম 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
রক্তের স্রোত যায় না পেছনে | আলেক্স আলীম 

রক্তের কণা ধুলায় মিশেছে
স্বদেশ হয়েছে লাল।
রক্তের স্রোত যায় না পেছনে
বেঁচে রবে চিরকাল।

মেধা কেড়ে নিয়ে থামাতে চেয়েছো
উন্নয়নের চাকা!
দেশকে আমার গড়তেই হবে
আর নয় বসে থাকা।

মুজাহিদ গেছে, নিজামীও গেছে
বাকি দুইজন যাবে।


ঘাতকের যারা পৃষ্ঠপোষক 
শাস্তি তারাও পাবে।

ইতিহাস সে তো বড় নির্মম
দেয় না তো কোন ছাড়।
বুদ্ধিজীবীর রক্তের দামে
আমাদের নেই হার।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।