ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন মিলন-সাগর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন মিলন-সাগর  ফরিদুর রেজা সাগর ও ইমদাদুল হক মিলন।

ঢাকা: ‘দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ ঘোষণা করেছে বাংলাদেশ শিশুসাহিত্য সংসদ। শিশুসাহিত্যে সামগ্রীক অবদানের জন্য এবছর পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) শিশুসাহিত্য সংসদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এইচএমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।