ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

প্রকাশ হলো সোহরাব সুমনের ‘রহস্য দ্বীপ’, মিলবে বইমেলায়

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
প্রকাশ হলো সোহরাব সুমনের ‘রহস্য দ্বীপ’, মিলবে বইমেলায় দ্যা সিক্রেট আইল্যান্ড অনুবাদ গ্রন্থটির প্রচ্ছদ

জমজ মাইক ও নোরা, বড় বোন পেগি। তিন ভাই-বোন খুবই অসুখী। তাদের বাবা-মা অস্ট্রেলিয়ায় যাওয়ার পর আর ফিরে আসেনি। বাচ্চারা দু’বছর খালা-খালুর কাছে থাকছে। দু’জন খুবই বদরাগী। সব অত্যচার সয়ে টুকিটাকি ফুট-ফরমায়েশ খেটে বাচ্চারা জীবন কাটায়। বন্ধু জ্যাক থাকে দাদার সঙ্গে পাশের খামারে। 

বুড়ো পরিত্যাক্ত খামার ফেলে মেয়ের কাছে চলে যাবেন। মানে এখন থেকে জ্যাককে একা থাকতে হবে।

জ্যাকের ভালো কোনো জামা-কাপড় নেই। সারাদিন খালি পায় ঘুরে বেড়ায়। মনে মনে সে একটা বুদ্ধি আঁটে। অসহায় বাচ্চাদের পেয়ে দল ভারি করে। ঝিলের মধ্যে রহস্যময় এক দ্বীপের খোঁজ তার জানা। সবাইকে নিয়ে নিরিবিলি দ্বীপে চলে গেলে কেউ তাদের খুঁজে পাবে না।  

জ্যাক বাচ্চাদের নিয়ে দ্বীপে চলে যায়। সেখানে থাকতে শুরু করে। উইলোর ঘর বানায়। গুহায় জিনিসপত্র রাখে। শীতে নিজেরাও গুহায় চলে যায়। চাষাবাদ, মুরগি আর গরু পালে। এভাবে আনন্দে তাদের দিন কাটতে থাকে... 

গত দ ‘বছর ধরে ধারাবাহিক আকারে প্রতি মুহূর্তে টান টান উত্তেজনার এ কিশোর উপন্যাস প্রকাশ করেছে বাংলানিউজের শিশুতোষ পাতা ইচ্ছেঘুড়ি।

চমৎকার এ গল্প নিয়ে বিখ্যাত শিশুতোষ লেখক এনিড ব্লাইটনের দ্যা সিক্রেট আইল্যান্ড বইটি ঝরঝরে বাংলায় অনুবাদ করেছেন কবি সোহরাব সুমন। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। অনলাইনসহ বইটি পাওয়া যাচ্ছে ২০১৯ সালের একুশে বইমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে।  

অনন্ত আকাশের চাররঙা প্রচ্ছদ আর মূল বইয়ের আদলে উল্লেখযোগ্য সংখ্যক ইলাস্ট্রেশনসহ হার্ড বাইন্ডিংয়ে অফসেট কাগজে ছাপা বইটির মূল্য রাখা হয়েছে ২৭৫ টাকা। তবে থাকছে ২৫ শতাংশ ছাড়।    

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।