ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফাগুনের ছড়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ফাগুনের ছড়া | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

১.
বসন্তের প্রাণ ফুলের ঘ্রাণ  
বাতাসে যেন দোলে,
বিষাদের গান হোক নিষ্প্রাণ
আজ ফাগুনের কোলে।

কোকিলের সাথে কত পাখি মাতে
সুমধুর সুরে সুরে,
কী! যে হিল্লোল দিয়ে যায় দোল
হৃদয়-অন্তপুরে।
 
ব্যাকুলতা যত ছোটে অবিরত
দক্ষিণ সমীরণে,
কত রঙা সুখ দিতে উন্মুখ
ফাল্গুন প্রতি ক্ষণে।


 
২.
এ ফাগুনের ভোর সকালে
কোকিল বসে গাছের ডালে
মিষ্টি সুরে বলে-
শোনাব সেই অমর গান
তোমার তাতে জুড়াবে প্রাণ
বসো গাছের তলে।
 
দখিন হতে যে সমীরণ
জাগায় মনে কী! শিহরণ
সেই পরশই মাখো,
একটুখানি হৃদয় খুলে
যাও না অতীত দুঃখ ভুলে
সুখ দিয়ে মন ঢাকো।
 
দেখ কত ফুলের বাহার
সবই তোমার প্রেম-উপহার
বসন্তের এ কালে,
ফুলের গন্ধে মৌমাছিরা
কী! খুশিতে আত্মহারা
খাচ্ছে চুমু গালে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।