বসন্ত আর বৈশাখী ফুল
যা ফুটেছে কানন মাঝে,
সবগুলো তার নাও গো সাথে
হোক উপচার সকাল সাঁঝে।
কালবোশেখী ঝড়ের মতো
দুঃখগুলো দাও উড়িয়ে,
ফুলের মাঝে স্বপ্ন সাজাও
গ্রীষ্ম তাপে দগ্ধ হয়ে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এএ
বিগত দিনের গ্লানি যত
পুড়িয়ে দাও চৈত্র দাহে,
উঠুক ফুটে স্বপ্নগুলো
নতুন রঙে বৈশাখে।
বসন্ত আর বৈশাখী ফুল
যা ফুটেছে কানন মাঝে,
সবগুলো তার নাও গো সাথে
হোক উপচার সকাল সাঁঝে।
কালবোশেখী ঝড়ের মতো
দুঃখগুলো দাও উড়িয়ে,
ফুলের মাঝে স্বপ্ন সাজাও
গ্রীষ্ম তাপে দগ্ধ হয়ে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এএ