ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চন্দ্রপুরের হাট

আল নাহিয়ান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১
চন্দ্রপুরের হাট

আকাশতলায় তারার মেলা
ফেরেশতাদের হাট
রঙিন ডালায় পসরা সাজাই
সর্ষে-মসুর পাট।

জোছনা ভেলায় পৌঁছে গেলাম
চন্দ্রপুরের ঘাট
চাঁদের কোলে নেই ভেদাভেদ
গোলাম সাহেব লাট।



চলার পথে হঠাৎ বায়ে
ফুল বিছানো খাট
এই বিছানায় আসবে নাকি
অজ্ঞাত সম্রাট !

সঙ্গেতো নেই পয়সা কড়ি
শূন্য আমার গাঁট
চন্দ্রপুরে চালায় আমার
স্বপ্নেরা লুটপাট. . .

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।