ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদের দিনে | আলমগীর কবির 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ঈদের দিনে | আলমগীর কবির  প্রতীকী ছবি

ঈদের দিনে কেমন বোকা 
কেউ কি বলো রাগ করে?

তবে?

ভালোবাসার রঙিন আকাশ 
মিলে মিশে ভাগ করে।

ঈদের দিনে কেমন বোকা 
মুখখানি কেউ ভার করে?

তবে?

মায়ের হাতে খাবার খেয়ে 
ঈদগাহে যায় তারপরে।

ঈদের দিনে কেমন বোকা 
কেউ কি চোখে জল আনে?

তবে?

সুখে দুঃখে সবাই সবার 
মনে মনোবল আনে।

ঈদের দিনে কেমন বোকা 
কেউ কি ভাবে আনমনে?

তবে?

আলোতে পা বাড়াও যদি
দুঃখির পাশে দাঁড়াও যদি,
খুশির আলোয় দেখবে কত
স্বপ্ন চোখে জাল বোনে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।