ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মজার বিজ্ঞান

বাতাসপূর্ণ বেলুনের মতো কাজ করে জেট প্লেন!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
বাতাসপূর্ণ বেলুনের মতো কাজ করে জেট প্লেন! জেট প্লেন

ঢাকা: প্লেন উড়ছে ঠিক যেন আকাশ ঘেঁষে। মানে আকাশের গা দিয়ে। পেছনে রেখে যাচ্ছে সাদা লম্বা রেখা। অনেক সময় স্থায়ী সে রেখাগুলো। এই রেখাগুলি দূর থেকে দেখে বোঝা যায় কোনো প্লেন উড়ে গেছে, রেখে গেছে তার চিহ্ন।

এই চিহ্ন রেখে যাওয়া প্লেনগুলো হলো জেট প্লেন। মানে জেট ইঞ্জিনে চলে।

সব প্লেন কিন্তু জেট ইঞ্জিনে চলে না। কিন্তু ওড়ার পর পেছনে দাগ রেখে যাওয়ার কারণ কী?

জেট ইঞ্জিনজেট প্লেনে যখন জ্বালানি পোড়ে তখন সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয়। প্রচণ্ড বিস্ফোরণ হলে যেমন ঘটে ঠিক তেমন। ইঞ্জিনের পেছনের দিক দিয়ে গ্যাসগুলি তীরবেগে বেরিয়ে আসে। পেছন দিকে ধাবমান এই গ্যাসের স্রোত নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

সামনের দিকে এগিয়ে নেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ধাক্কা (ইংরেজিতে Thrust)। এটাই মূল রহস্য।

সহজভাবে বোঝার জন্য বলা যায় বাতাসপূর্ণ একটি খেলনা বেলুনের প্রয়োজন। যদি বাতাসপূর্ণ বেলুনটির মুখ যদি একবার খুলে দেওয়া যায় তাহলে বেলুনটি বন্দুকের গুলির মতো উড়ে যাবে। প্লেনও ঠিক একইভাবে ওড়ে।

...বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।