ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের গল্প

কুকুরের কামড় ও অদ্ভুত চিকিৎসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
কুকুরের কামড় ও অদ্ভুত চিকিৎসা এক লোককে কামড় দিলো একটি কুকুর। ছবি: প্রতীকী

একবার এক লোককে কামড় দিলো একটি কুকুর। লোকটি আহত অবস্থায় এমন কারো খোঁজ করতে লাগলেন যিনি তাকে সুস্থ করতে পারবেন। 

এমন সময় লোকটির এক বন্ধু তার সঙ্গে দেখা করতে এলেন। ওই বন্ধু তাকে বললেন, তুমি এক টুকরো রুটিতে তোমার ক্ষতস্থানের রক্ত লাগাও।

তারপর তোমাকে যে কুকুরটি কামড় দিয়েছে, তাকে ওই রুটি খেতে দাও। তাহলে তোমার ক্ষত সেরে যাবে এবং তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

কুকুরের কামড়ে আহত লোকটিকে অদ্ভুত পরামর্শ দিলেন তার বন্ধু।  ছবি: প্রতীকী

এই কথা শুনে আহত লোকটি হাসতে হাসতে বললেন, এই কাজ করার অর্থ হবে এলাকার প্রতিটি কুকুরের কাছে গিয়ে আমাকে কামড় দিতে অনুরোধ করা।  

শিক্ষণীয় বিষয়: খারাপ লোককে সুবিধা দেওয়ার অর্থ তাদের আরও ক্ষতি করার সুযোগ করে দেওয়া।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯ 
এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।