ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিল্টু মামার মাছ ধরা

মাহবুব মিঠু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১
বিল্টু মামার মাছ ধরা

বিল্টু মামার সখ ছিল খুব
বড়শী দিয়ে মাছ ধরার
পদ্ম পুকুর মাচা বেধে
কেউ সাথে নেই কি করার?
 
খাবার গেথে মারল ছুড়ে
ঠিক পুকুরের মাঝখানে
রইলো বসে একা একা
ভাবছিলো সে আনমনে।
 
হঠাত সুতোয় টান পড়েছে
মাছ বেধেছে বড়শীতে
ছাড়লো সুতো ধীরে ধীরে
পেচায় আবার আটকাতে।


 
এমনি করে চললো খেলা
ক্লান্ত হয়ে মাছ শেষে
পড়লো ধরা কি যে করা
নাচতে থাকে উল্লাসে।

অট্টহাসি হাসল মামা
ধরতে পেরে মাছটাকে
লাফ দিল মাছ জলের মাঝে
সুযোগ বুঝে এক ফাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।